ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে বিএনপির ২১ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, বিএনপি নেতা বাদল মন্ডল গুটু, সাখাওয়াত হোসেন, মনির হোসেন খান, মাহবুবুল আলম ওসমান, মাহমুদুল আলম ফারুক, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, আমির সরকার, যুবদল নেতা নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মামুন, সেলিম এলাহী, শাফিকুল ইসলাম, ছাত্রদল নেতা সাকিব আল হাসান শরীফ, কাউসার সরকার, বুলবুল আহমেদ, জাহিদ ফকিরসহ ২১ জন।

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ২৬ মে বিএনপির উদ্যোগে জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য সারা জেলায় ধরপাকড় শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি, প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত