ইউপি উপনির্বাচন

নেত্রকোণায় দক্ষিণ বিশিউরায় স্বতন্দ্র প্রার্থী নাসির নির্বাচিত

প্রকাশ : ২৫ মে ২০২৩, ২০:৫৩ | অনলাইন সংস্করণ

  ফেরদৌস আহমাদ বাবুল, নেত্রকোণা

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আজ বৃহস্পতিবার (২৫ মে) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারী ফলাফলে নৌকার প্রার্থীকে পিছনে ফেলে স্বতন্দ্র প্রার্থী মো: নাসির উদ্দিন রানা জয়লাভ করেছেন। 

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্র জানায়, দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের নির্বাচীত চেয়ারম্যান সেলিম আজাদ (এিনপি) গত ১৩ই মার্চ মৃত্যূবরন করায় তার পদটি শূন্য হয়। এই শূন্য পদে আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপ-নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ১৬হাজার ৯৮৩ জন। তম্মদ্ধে ১০হাজার ৪১৩জন ভোটাধীকার প্রয়োগ করেন। 

উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোছা. হোসেন আরা জানান, বিজয়ী প্রার্থী মোঃ নাসির উদ্দিন রানা ((ঢোল) পেয়েছেন ৩হাজার ৩৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) মো: আব্দুর রহমানের প্রাপ্ত ভোট সংখ্যা ২হাজার ৮৭৯। অন্যান্য প্রার্থীদের মধ্যে খন্দকার আজিজুর রহমান (আনারস) ২হাজার ৪৩৪ ও মো: দৌলত মিয়া  ঘোড়া) ১হাজার ৭২১ ভোট পেয়েছেন।

এদিকে ভোট গ্রহণকালে বিকেল একটার দিকে বালি-মহিষহাটি স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামীলীগ ও স্বতন্দ্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫জন আহত হন। স্বতন্দ্র তিন প্রার্থীর সমর্থকরা ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীর সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, একটি ঘটনা বাদ দিলে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বালি-মহিষহাটি কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।