নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করে বিএনপি।
শনিবার (২৭ মে) সকালে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে নাটোরে সমাবেশের আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এসময় পুলিশ দুটি ককটেল উদ্ধারও করেন। একই সময় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পিডিবি অফিসের সামনে পুলিশ তাদের আটকে দেয়। এসময় বাধা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আধা ঘন্টা পর সেখান থেকে চলে যায়। পরে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ করে।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো ধরণের সংঘাতের ঘটনা ঘটেনি।