বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা চৌকিদহ ব্রীজের সন্নিকটে ট্রাকচাপায় মোহাম্মদ আলী শেখ (৪২) নিহত হয়েছে। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। এ ঘটনায় আরো ৪ যাত্রী আহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার (২৭ মে) দুপুরের দিকে সিএনজি চালিত অটোরিকশায় চৌকিদহ ব্রীজ এলাকা থেকে যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থালেই মোহাম্মদ আলী মারা যায় এবং অটোরিকশা দুমড়ে মুচড়ে আরো ৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থাানীয় হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।