ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষি দিনমজুরের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষি দিনমজুরের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলারচর আঙ্গারু গ্রামে বজ্রপাতে কৃষি দিনমজুর সুলতান প্রামাণিক (৬০) নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সকালে অন্য দিন মজুরদের সঙ্গে সুলতান প্রামাণিক গ্রামের এক কৃষকের জমিতে ধান কাটতে যায়। ধান কাটার এক পর্যায়ে বৃষ্টির সাথে মেঘের তর্জন-গর্জন শুরু হয়। এ সময় সকলেই দৌড়ে গ্রামের দিকে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই কৃষি দিনমজুর মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,বজ্রপাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত