ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষ হতে হবে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী

শিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষ হতে হবে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার শিক্ষার্থীদের উদ্যেশে বলেছেন, পড়াশুনা করে সবাই ক্যাডার হতে চাই। কেউ মানুষ হতে চাই না। শিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষ হতে হবে। যে বিষয়ে পড়াশুনা করা হোক না কেন আগে মানুষ হতে হবে। দেশের প্রতি দরদ না থাকলে মানুষ হতে পারবে কিনা সন্দেহ।

শনিবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ইথেন ইন্ট্রারপ্রাইজ আয়োজিত ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন- নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ইথেন ইন্ট্রারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক ও এফবিবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল।

খাদ্যমন্ত্রী বলেন- শিক্ষা প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ন অবদান থাকে। শিক্ষা শেষে কল্যাণমুলক রাষ্ট্র ও সমৃদ্ধ জাতিগঠনে শিক্ষার্থীদেরও ভূমিকা রয়েছে। মানুষের মত মানুষ হওয়ার মধ্যে দিয়ে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জীবন সংগ্রামে টিকে থাকতে হলে ডিরেইলড হলে কাঙ্খিত লক্ষে পৌঁছানো সম্ভব হবে না। কোন সমস্যা তৈরি হলে অভিভাবক, শিক্ষক বা বন্ধুদের সাথে শেয়ারিং বাড়াতে হবে।

মোবাইলে প্রতি আসক্তি কমানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু শিক্ষার জন্য মোবাইল ফোনের দরকার আছে। কিন্তু ইউটিউব-ফেসবুক নিয়ে রাত ১২টার পর ব্যস্ত থাকলে চলবে না। রাত জাগা হলে অসুস্থতা বাড়বে। এখান থেকে বিরত থাকতে হবে। মোবাইল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে।

ইকবাল শারিয়ার রাসেল শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমরা আগামীর ভবিষ্যৎ। ডাক্তার বা ইঞ্জিনয়ার না হয়ে তোমরা উদ্যোক্তা হবে। চাকরি করলে একজনই থাকবে। কিন্তু উদ্যোক্তা আরো ৫০০ জনকে তৈরি করতে পারবে। তখন অনেকের কর্মসংস্থান হবে। আমরা উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হবো। মানুষ যত শিক্ষিত ও বড় হয় ততই ন¤্র হয়। এসময় নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ও অভিজিত কুমার দাস, অভিভাবকদের মধ্যে রেখা সাহা, হুমায়রা ঝিনুক মিষ্টি ও আতিকুর রহমান বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র তুলে দেন।

খাদ্যমন্ত্রী,পড়াশুনা,নওগাঁ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত