রংপুরে সেইফটি সেলের পেশাগত স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০৯:২১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সেইফটি সেলের আয়োজনে ও এফবিসিসিআই সেইফটি সেল ও আইএলও এর সার্বিক সহযোগিতায় পেশাগত সেইফটি ও স্বাস্থ্য দিবস উপলক্ষে  এক আলোচনা সভা শনিবার সকালে  রংপুর চেম্বারের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, রংপুর এর সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) মোহাম্মদ এম এইচ মনিরুজ্জামান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুর এর সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী।

প্রধান অতিথি বলেন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা প্রতিটি শ্রমিকের আইনগত অধিকার। নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজেরই নিশ্চিত করতে হবে। সরকার দেশের সকল শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এজন্য সরকারের পাশাপাশি শ্রমিক ও মালিকসহ সকলকে এগিয়ে আসতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সেইফটি নিশ্চিত করা গেলে মালিক ও শ্রমিক উভয় পক্ষই লাভবান হবেন এবং দেশ আরো এগিয়ে যাবে।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সংগঠন এফবিসিসিআইসহ দেশের চেম্বারগুলো শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সমন্বিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ যেভাবে উন্নত বিশ্বের অভিমুখে যাত্রা করেছে, সেখানে পেশাগত সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। তিনি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাকে জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে  মালিক- শ্রমিক সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ।

সভায় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, মোতাহার হোসেন চৌধুরী জুট মিলস লিঃ এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ, রংপুর ফাউন্ড্রি লিমিটেড এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ, এসএ এগ্রো ফিডস লিমিটেড এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ, ব্লিলিং লেদার প্রোডাক্টস লি. এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ, কারুপণ্য রংপুর লিমিটেড এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ, বাদার্স এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ ও মহুবর রহমান পার্টিক্যালস বোর্ড মিলস (প্রাঃ) লিমিটেড এর সেইফটি কমিটির সদস্যবৃন্দ।