পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের জানাজায় অংশগ্রহণ
প্রকাশ : ২৮ মে ২০২৩, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ
শওকত আলী, চাঁদপুর
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় শফিকুল ইসলাম অনিক নামে এক শিক্ষার্থী এ বছরের এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের মৃত্যুর খবর পায় এবং পরে মামার বাড়িতে গিয়ে মায়ের লাশ দেখেন ও জানাজায় অংশগ্রহণ করেন।
এ ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ মে) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। পরীক্ষা শেষে মায়ের মৃত্যুর খবর পেয়ে মামার বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পায় ওই শিক্ষার্থী।
পরীক্ষার্থী হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম অনিক। তিনি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে অনিকের পরীক্ষা কেন্দ্র ছিল।
এ বিষয়ে পরিবারের সদস্যরা জানায়, অনিকের মা আমেনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অনিকের নানাবাড়িতে থেকে চিকিৎসা চলছিল তার। শনিবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে মামাকে ফোন করে অনিক বলেন, আজ পদার্থবিজ্ঞান পরীক্ষা, আমি পরীক্ষা দিতে গেলাম। মাকে বলবেন আমার জন্য দোয়া করতে। এর আগেই মারা যান শফিকুল ইসলাম অনিকের মা আমেনা বেগম। অনিকের পরীক্ষা বন্ধ হয়ে যাবে বলে বিষয়টি চেপে রাখেন মামাবাড়ির লোকজন। পরে পরীক্ষা কেন্দ্রের বাইরে অনিকের জন্য অপেক্ষা করেন স্বজনরা। পরীক্ষা শেষে বের হলে তার মায়ের অসুস্থতার সংবাদ দিয়ে দ্রুত মামাবাড়ি সদর উপজেলার রঘুনাথপুরে নিয়ে যাওয়া হয় অনিককে। পরে অনিক মামার বাড়িতে মায়ের প্রথম জানাজায় অংশ নেয়।