বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি

কাউখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ : ২৮ মে ২০২৩, ১৭:১২ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি ও শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় এর স্বীকৃতি স্বরূপ ১৯৭৩ সনে বিশ্ব শান্তি পরিষদের সম্মেলনের মধ্য দিয়ে ফরাসি বিজ্ঞানী জুলিও কুরির নাম অনুযায়ী বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করা হয়। 

পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার (২৮ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একে আব্দুস শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, সদর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা গৌতম দাস। 

এ সময় বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা কর্মকর্তা।