সিরাজগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহানাজ
প্রকাশ : ২৮ মে ২০২৩, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
চেষ্টাই সাফল্য। সেই সাফল্য অর্জন করেছেন সিরাজগঞ্জের কমারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহানাজ পারভীন। তিনি জেলা পর্যায়ে স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে এ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন হওয়ার গৌরব অর্জন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলা পর্যায়ে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে ১ম স্থান অর্জন করায় জেলা পর্যায়ে প্রেরণ করা হয়। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে প্রত্যক্ষ সাক্ষাৎকারের মাধ্যমে ৯টি উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠদের মধ্যে হতে জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠত্ব অর্জন ঘোষণা করা হয়। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণি পাঠদানে পারদর্শীতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষনলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদানসহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ওই শিক্ষখ সিরাজগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২২ ফেব্রুয়ারী ২০০৫ সালে ওই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) হিসেবে যোগদান করেন।
উলেখ্য, তিনি ২০১৮ সালে শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে নির্বাচন হয়েছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুরে। তার স্বামী জেলা পরিষদের সাবেক সদস্য ও কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান আমিনুল। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি সাংবাদিকদের বলেন, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। নিশ্চয় শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সাফল্য ও আমার মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিণির্মানে কার্যকরী ভ‚মিকা রাখতে পারি। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।