সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের টাকা চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
রোববার (২৮ মে) দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সংবাদ সম্মেলন করে চুরি যাওয়া সাড়ে ৯ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৯৪ হাজার টাকা উদ্ধার ও ২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সুনামগঞ্জের সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে অবস্থিত মোহাম্মদ আলীর মালিকানাধীন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা থেকে গত ২৫ মে রাতে সাড়ে ৯ লাখ টাকা ও ১ টি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ভিডিআর চুরি হয়। পরে গত ২৭ মে রাতে সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাংকিং অফিসে নিয়োজিত সোহেল রানা নামে এক কর্মচারীকে আটক করে জিজ্ঞাসবাদ করা হলে সে চুরির বিষয়টি স্বীকার করে এবং তাকে সাথে নিয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত আরেক আসামি আলী আজগরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোহেল রানার নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে পুলিশ সাড়ে ৯ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৯৪ হাজার টাকা ও ১টি ল্যাপটপ উদ্ধার করে।
পুলিশ সুপার আরও জানান, চুরি বন্ধে ও শহরবাসীর নিরাপত্তা জোরদারের জন্য পুরো শহর সিসি টিভির আওতায় নিয়ে আসা হবে এবং সারা জেলায় নজরদারি বাড়ানো হবে।