সিরাজগঞ্জে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ২৯ মে ২০২৩, ১৪:৪৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া গ্রামের এরফান আলীর ছেলে মাসুম রেজা (২৬), কুমিল্লার লাইমাই উপজেলার বাকৈল গ্রামের আব্দুল্লাহ রনির স্ত্রী রোজিনা খাতুন (৩০) ও একই উপজেলার বুচ্চি গ্রামের আবিদ আলীর ছেলে আব্দুল রব (৪৫)। র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় রোববার (২৮ মে) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বরে ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩ কেজি ৮’শ গ্রাম গাঁজাসহ মাসুম রেজাকে গ্রেফতার করে। এদিকে, ওইদিন ভোর রাতে একই স্থানে ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নারীসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।