পাবনার সাঁথিয়ায় গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জিলহক ওরফে আমোদ আলী মন্ডল (১৫) নামের এক কোরআন হাফেজের মৃত্যু হয়েছে। সে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে এবং ওই গ্রামের বাইতুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসার ছাত্র। ঘটনাটি ঘটেছে রোববার (২৮মে) সকাল এগারোটার দিকে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন জিলহক মাদরাসায় ফজরের নামাজ পড়িয়ে হুজুরের নিকট থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে ধান কাটার জন্য। ওই দিন সকাল এগারোটার দিকে বাড়ির পাশে আমগাছে আম পাড়তে উঠে। আমগাছের পাশ দিয়ে বিদ্যুতের তার টানানো ছিল। অসাবধানতাবশতঃ হাতে থাকা বাঁশের লাঠি বিদ্যুতের তার স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাইতুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রউফ জানান, ‘জিলহক আমার মাদরাসার মেধাবী ছাত্র ছিল। আগামি জুন মাসের ১১ তারিখে হাড়িয়াকাহন হাফিজিয়া মাদরাসা ভিত্তিক জালছায় আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি হুজুরের হাতে তাকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পড়ানোর কথা ছিল, কিন্ত সেটা হলোনা। তার অকাল মৃত্যুতে আমরা খবুই মর্মাহত।’
গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের লোকজন ও থানা পুলিশের সাথে কথা বলে তাকে দাফনের ব্যবস্থা করা হবে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।