ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেগমগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ৩টি গরু পুড়ে ছাই

বেগমগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ৩টি গরু পুড়ে ছাই

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নে রোববার (২৮ মে) ভোর রাত আনুমানিক সাড়ে ৪ ঘটিকার সময় পৃথক ২ টি বসত ঘরসহ ৩টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। অত্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছমাদ আলি চেরাং বাড়ির আবদুল মন্নান খোকন ও মোহাম্মদ মোরশেদ আলমের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মশার কয়েল ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চৌমুহনী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর ও ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান টিপু। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে চেয়ারম্যান মেহেদী হাসান টিপু আর্থিক সহায়তা প্রদান করেন।

আগুনে পুড়ে যাওয়া বসত ঘরে নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণসহ মূল্যবান সামগ্রী ছিলো। সব মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

এই সময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খোকন, সাইফুল ইসলাম, মোহাম্মদ সুমন মিয়া ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আরো অনেকে ।

বসত ঘর,অগ্নিকাণ্ড,পুড়ে ছাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত