ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেনাপোলে তিন পাসপোর্ট যাত্রীর পায়ূপথে মিললো দেড় কোটি টাকার স্বর্ণের বার

বেনাপোলে তিন পাসপোর্ট যাত্রীর পায়ূপথে মিললো দেড় কোটি টাকার স্বর্ণের বার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন কাস্টমসে ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

সোমবার (২৯ মে) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে স্বর্নের বারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোঃ হাবীব (৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচূরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, গোপন খবরে জানতে পারি, বাংলাদেশি তিন যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন তিন যাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণের কথা অস্বীকার করলে তাদের পেট এক্সরে করে তিন জনের পায়ুপথে ২০ টি ২ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

স্বর্ণগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান আরেফিন জাহেদী।

স্বর্ণ,বার,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত