কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশ : ৩০ মে ২০২৩, ১৯:৪১ | অনলাইন সংস্করণ

  কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালীগঞ্জের ০৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা ২০২৩-২০২৪, সোমবার (২৯ মে) বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্টিত হয়েছে। 

কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন ও বাজেট পেশ করেন ইউপি সচিব শেখ কামরুজ্জামান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মো: আব্দুল গফ্ফার সরদার, সংরক্ষিত ইউপি সদস্য আকলিমা খাতুন মিতা, আওয়ামীলীগ নেতা মো: আব্দুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ রাসেল, আমরা “ক” জন স্বেচ্ছাসেবী যুব সংঘের সভাপতি মো: শাহিনুর রহমান খান, সোনার বাংলা ক্লাবের সভাপতি মো: আনিছুর রহমান, কাজী রাসেল প্রমুখ। 

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মো: সেলিম খানের সঞ্চালনায় বাজেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরে সর্বমোট বাজেট বরাদ্দ আয়  ২ কোটি ৭০ লক্ষ ৮৪ হাজার ৭০২ টাকা ও সর্বোমোট বাজেট বরাদ্দ ব্যয় ২ কোটি ৬৭ লক্ষ ৮৪ হাজার ৭০২ টাকা নির্ধারন করা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে ৯ টি ওয়ার্ডের সকল সদস্য/সদস্যা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, গ্রাম পুলিশগণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লা ঘোষিত বাজেট বাস্তবায়ন ও ০৫ নং কুশুলিয়া ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে ইউনিয়ন বাসির সার্বিক সহযোগীতা কামনা করেন।