সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী এলাকায় পঁচা মরিচ দিয়ে গুঁড়ো মসলা তৈরির অপরাধে ইব্রাহিম মসলা মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ মে) দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইব্রাহিম মসলা মিলে পঁচা মরিচ ব্যবহার করে গুঁড়ো মসলা তৈরীর দায়ে মিল মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই এলাকার শিয়ালকোল বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে বিসমিল্লাহ কনফেকশনারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।