ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে সুশাসন প্রতিষ্ঠায় সেমিনার অনুষ্ঠিত

রংপুরে সুশাসন প্রতিষ্ঠায় সেমিনার অনুষ্ঠিত

রংপুর জেলা এডাবের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় রংপুর সদর উপজেলা হলরুমে আলোচনা সভায় রংপুর জেলা এডাবের সদস্য সচিব আহসান হাবীব রবু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বস্তিক শাহ আল মারুফ, উপজেলা সমাজ সেবা অফিসার শিখা রানী রায়। বক্তাগণ সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্বারোপ করে বলেন, সংগঠনে আর্থিক স্বচ্ছলতা, জবাবদিহিতা ও মনিটরিং থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব বিভাগীয় সমন্বয়ক এসএম আনিছুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন সিড এর আব্দুল জলিল, নাগরিক উদ্যোগের শ্যামল কুমার মোহন্ত, বিআরডিবি’র অফিসার আহসান হাবীব, মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার মোছাঃ হাবিবা বেগম, নাট্যকর্মী মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ প্রমুখ।

সুশাসন,প্রতিষ্ঠা,সেমিনার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত