ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরের নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি: বাহাউদ্দিন নাসিম

গাজীপুরের নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি: বাহাউদ্দিন নাসিম

বরিশালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, ‘গাজীপুরের নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আরও অনেক কিছু আমাদের জানার আছে। আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আমরা জানি এই নির্বাচনে (গাজীপুর সিটি নির্বাচন) জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আমরা জনগণের ভোটে পরাজিত হইনি, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে, আমরা হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে। আমরা গাজীপুর থেকে সতর্ক হয়ে বরিশালে বিজয়ী হতে নির্বাচনী কৌশল পাল্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভোটারের কাছে যাবো। সরকারের উন্নয়নের কথা বলে নৌকায় ভোট দিতে বলবো।’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে কেন্দ্রীয় যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বরিশাল মহানগর ও জেলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলা যুবলীগের নেতাদের সমন্বয়ে এই মতবিনিময় হয়।

বাহাউদ্দিন নাসিম আরও বলেন, ‘আমাদেরকে শপথ নিতে হবে- বিশ্বাস ঘাতকদের বিপক্ষে আমরা সকল সময়ে স্বোচ্চার থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। যেকোন মূল্যে বিশ্বাসঘাতকদের দাতভাঙা জবাব বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আমরা দিতে চাই। আমরা বলে যেতে চাই, আমরা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী বানিয়ে উন্নয়নের ধারাবাহিকতাকে, গণতন্ত্রকে আরও শক্তিশালী করবো। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। ব্যাংক লুটেরা ঋণ খেলাপীদের আমরা প্রত্যাখ্যান করেছি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন দুর্নীতিবাজদের জায়গা নেই।’

যুবলীগের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যুবলীগের কর্মীদের ওয়ার্ড ভিত্তিক নয়, কেন্দ্র ভিত্তিক প্রচারণা চালাতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে।’

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ্ পরশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সভার সঞ্চালক কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ। সভায় বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

গাজীপুর,নির্বাচন,শিক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত