দাওয়াত দিয়ে কাউকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগ নেয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার (৩০ এপ্রিল) টরকী বাজার সংলগ্ন মাঠে চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
মায়া বলেন, সংবিধান ও সময়মতো আগামী নির্বাচন হবে। নির্বাচনে যারা আসবে ভালো, কাউকে আমরা দাওয়াত দিয়ে আনব না। এই দায়িত্ব আওয়ামী লীগ নেয় নাই। যারা আসবে তাদের নিয়ে নির্বাচন হবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলে জনগণ আর বসে থাকবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, যারা সংসদ, আইন ও গণতন্ত্র মানে না, তাদের সঙ্গে কোনো আপোস নাই।
সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমানসহ আরো অনেকে।