ভাঙ্গুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৯:০৯ | অনলাইন সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ১১ বছর বয়সী এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহজাহান আলী (৫৫) নামের এক জনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। শাহজাহান আলী ভাঙ্গুড়া পৌরসদরের সরদারপাড়া এলাকার বাঁধপড়া মহল্লার মৃত হারানের ছেলে।
জানা যায়, বুধবার (৩১ মে) সকাল ৭ টার দিকে শিশু ছাত্রী নিজ বাড়ি হতে ভাঙ্গুড়া বাজারে পেন্সিল কেনার জন্য যাচ্ছিল। এমন সময় শাহজাহান মেয়েটিকে একা পেয়ে জোর করে ভাঙ্গুড়া রেল ব্রিজের নিচে নিয়ে গিয়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় পথচারীরা দেখতে পেয়ে মেয়েটিকে উদ্ধার করে। সুযোগ বুঝে ধর্ষক শাহজাহান দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী থানায় খবর দিলে ভাঙ্গুড়া থানার ওসি রাশেদুল ইসলাম ও এসআই মুরাদ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে আধা ঘন্টার মধ্যে ধর্ষক শাহজাহানকে আটক করে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।