ঘিওরে অবৈধ ড্রেজারে ভাঙছে ফসলি জমি
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৯:০৮ | অনলাইন সংস্করণ
দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে রমরমা ড্রেজার বানিজ্য। অবৈধ এসব ড্রেজারে হুমকিতে পরেছে ফসলি জমি, নদীর পাড় ও বসতভিটা। সরেজমিনে মঙ্গলবার (৩০ মে) সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর, বানিয়াজুরি ইউনিয়নের তরা ও ঘিওর সদর উপজেলার পূর্ব ঘিওর এলাকায় বেশ কয়েকটি ড্রেজার চলমান দেখা যায়।
এর মধ্যে সিংজুরি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় নব নির্মিত ব্রিজের নীচেই চলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার। ভারি এ ড্রেজার চলার কারণে ইতোমধ্যেই পার্শ্ববর্তী জমিতে ভাঙন শুরু হয়েছে। এভাবে ড্রেজার চলতে থাকলে নির্মিতব্য ব্রিজটিও হুমকিতে পরবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হামিদুর রহমান বলেন, ইতোমধ্যে পূর্ব ঘিওরে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।