ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের ভ্রাম্যমান আদালত  

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের ভ্রাম্যমান আদালত  

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে মিজান। এ সময় জব্দ করা হয় দুটি বালুর স্তুপ।

বুধবার (৩১ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার খাগডহর কিসমত উত্তরপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদের ঘাটে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় অবৈধ বালু উত্তোলনকারিরা।

সহকারি কমিশনার (ভূমি) ইবনে মিজান বাংলানিউজকে খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনকারি একটি চক্র ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়।

এ সময় অবৈধ ভাবে উত্তোলিত দুটি বালুর স্তুপ জব্দ করা হয়েছে। দ্রুত সময়ে সার্ভেয়ারের মাধ্যমে ওই বালু পরিমাপ শেষে নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ময়মনসিংহ,বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত