ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কারাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি নারী-পুরুষ

কারাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি নারী-পুরুষ

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ। ভারতে দেড় বছর কারাভোগের পর পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে (৩১ মে) সন্ধ্যায় তাদের হস্তানÍর করে।ফেরত আসারা হচ্ছেন– ঢাকার নবাবগঞ্জের পলাশ শীল (৩৬) বাগেরহাট জেলার মোংলা এলাকার বাহার উদ্দিনের মেয়ে বেবী বেগম (৩২),ময়মনসিংহ জেলা সদরের। আ: সালামের মেয়ে শিরিন বেগম (৩৩),শেরপুর জেলার হাতীবান্ধা এলাকার হাসমত আলীর মেয়ে রিতা মন্ডল (৩৯) ও কক্সবাজার জেলার রামু থানা এলাকার জাফর আলীর ছেলে আইয়ুব আলী (৩৬)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধপথে ভারতের মুম্বাই ও কলকাতার দমদম শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয় তারা। পরে পুলিশ তাদের আদালতে হাজির পাঠালে তাদের দেড় বছরের কারাদন্ড দেয়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে।

পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়

বেনাপোল,পোর্ট,হস্তান্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত