সীতাকুণ্ডে স্বামী থেকে পাওয়া জায়গা দখলের অভিযোগ পুত্রবধুর বিরুদ্ধে    

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৬:৫১ | অনলাইন সংস্করণ

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর কাছ থেকে পাওয়া জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ করেছেন নয় সন্তানের জননী। শুক্রবার (২ মে) বিকেল চারটার সময় সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মছজিদ্দা দেলিপাড়া কেরামত আলী কারিগর বাড়ির মৃত মো. গণির স্ত্রী আরফা খাতুন। 

তিনি বলেন, তার পুত্রবধুরা তাকে ভরন-পোষণ দেয়না তাই তিনি আলাদা থাকেন। তার স্বামী থেকে পাওয়া দুই আনা সম্পত্তিতে ঘর তুলতে গেলে পুত্রবধু মনোয়ারা বেগম বাঁধা প্রদান করেছেন। তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিক ও প্রশাসনের সহায়তা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো: ইসমাইল, মো: হোসেন, আরীফ হোসেন ও মো: হারেজ ।