হাজীগঞ্জে কবুতরের খাঁচায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৭:১০ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নে লোহার তৈরী কবুতরের খাঁচার দুইপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমিন গাজী (৭০) ও নুরজাহান বেগম (৬৫) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেলে ওই ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়ীতে এই দুর্ঘটনা ঘাটে।
মমিন গাজী ওই বাড়ীর মৃত আবদুল গফুর মিজি ছেলে এবং নুরজাহান বেগম মমিন গাজীর স্ত্রী।
নিহতের ছেলে মোহাম্মদ হোসেন জানান, বিকেলে কবুতরের খাঁচার দুইপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা গুরুতর আহত হয়। তাদের কোন সাড়া শব্দ না পেয়ে আমি ঘরে প্রবেশ করে দেখি দুইজনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে বাড়ীর লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ হাসপাতাল থেকে বাড়ীতে আনা হয়েছে। আজই দাফন করা হবে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনার পর আমরা খোঁজ নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা শেষ বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই দুই জনের মরদেহ বাড়ীতে নিয়ে গেছে। থানায় অপমৃত্যু রেকর্ড হয়েছে।