ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খলভাবে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খলভাবে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের এ-ইউনিটের (বিজ্ঞান বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় আরম্ভ হয়ে দুপুর ১টায় পরীক্ষাটি সমাপ্ত হয়। এ পরিক্ষার মধ্যদিয়ে শেষ হলো রবির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সম‚হের সমন্বিত ভর্তি পরীক্ষা। রবি কেন্দ্রে ৪৪৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

সফলভাবে পরীক্ষা গ্রহণ করায় রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শাহ্ আজম পরীক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী, পরীক্ষা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে এই অঞ্চলের সাধারণ নাগরিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সহযোগিতা করেছে তা । উলে­খ্য, সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ,পরীক্ষা,অঞ্চল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত