যাত্রীবাহী বাসে কোটি টাকার হেরোইনের খোঁজ দিল কুকুর
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ২১:০৪ | অনলাইন সংস্করণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার । সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে মাদকদ্রব্য টাস্কফোর্স এর অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে । অভিযানে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শাহাদাত হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি দল অংশগ্রহণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ৭.৪৫ মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো -ব ১১৫-০৬৭৭) একটি যাত্রীবাহী বাস আটক করে অভিযান পরিচালনা করেন তারা । মাদক উদ্ধারে বিজিবির প্রশিক্ষিত একটি কুকুর সহযোগিতা করে। গাড়িতে ৪০ জন যাত্রী ছিলেন।সেখান থেকে একটি ব্যাগ তল্লাশী চালিয়ে এই হেরোইনের সন্ধান পাওয়া যায় । তবে ব্যাগটি কার তা সনাক্ত করতে পারেনি অভিযান পরিচালনা কারীরা ।
শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক দ্রব্য আইনে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ ।