মানিকগঞ্জে মাদক বিরোধী ক্যাম্পিং অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৭:০০ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দৈনিক ইনফো বাংলার যৌথ উদোগে মাদকবিরোধী গণসচেতনামূলক ক্যাম্পিং, আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩ জুন) বিকেল ৪টায় সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদ কর্যালয়ে দৈনিক ইনফো বাংলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রুহুল আমিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামশা ইউপি চেয়াররম্যান গাজী কামরুজ্জামান। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন জামশা বিট পুলিশিং  কর্মকর্তা এস আই দিপঙ্কর, ইউপি সদস্য শহিদুল ইসলাম শহিদ, হায়দার আলী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে  প্রতিরোধ করবে। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকেও একাজে এগিয়ে আসতে হবে।

এসময় আলোকিত বাংলাদেশ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান আবুল বাশার, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল আহাদ, ইউপি সচিব হযরত আলী, মহিলা ইউপি সদস্য জুলেখা বেগম,বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম, ইউপি সদস্য আ: মজিদ ও  গ্রাম পুলিশসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।