ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হেদার খাল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হতভাগ্য যুবকের পরিচয় এখনও মেলেনি। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, রোববার সকালে উল্লেখিত খালে অর্ধগলিত অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,লাশ,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত