সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ২০:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলংগা থানার চড়িয়া কালী গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রোকনুজ্জামান রোকনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। র্যাব-১২’র কোম্পানী কমান্ডার আবুল হাশেম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মো: মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় রোববার ভোর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪’শ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।