ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরতে নেমে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরতে নেমে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে নেমে পুকুরে ডুবে শিশু সঞ্জয় কুমারের (৯) মৃত্যু হয়েছে।সে ওই গ্রামের আফালের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই পুকুরে মাছ ধরতে নামে অনেকে। সবার দেখাদেখিতে শিশু সঞ্জয় কুমার পরিবারের অজান্তেই পুকুরে নেমে পড়ে।

সঞ্জয় নিখোঁজ থাকায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে তার লাশ পুকুরে ভেসে উঠলে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,নিখোঁজ,হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত