নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথম ইউএনও ও নির্বাচন কর্মকর্তা নিয়োগ
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১২:০৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথম নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। রোববার (৪ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম ও (সংস্থাপন শাখা) সিনিয়র সহকারী কমিশনার সংস্থাপন এস,এম, হাসান স্বাক্ষরিত প্রকাশিত গেজেটে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়াকে। ইতিপূর্বে ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মাকে। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিগত এক বছরেরও অধিক সময়কাল মামলা সংক্রান্ত জটিলতায় ঈদগাঁও'র লাখো জনগণের প্রাণের দাবি উপজেলা প্রশাসনিক ভবন স্থাপন ও প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। দেরিতে হলেও বিগত ১ জুন হাইকোর্টের যুগান্তকারী রায় প্রকাশের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়ার সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়লে জনগণের মাঝে আনন্দ উচ্ছাস নেমে আসে।