ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে স্কুল ছাত্র অপহরণ করে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি

টেকনাফে স্কুল ছাত্র অপহরণ করে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় শ্রেনি পড়ুয়া মোহাম্মদ হোছাইন সূর্য নামের এক ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।রবিবার (০৪জুন) দুপুরে স্কুল ছুটির পর থেকে নিখোঁজ হয় এই শিশু। পরে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির পর জানা গেছে এ শিশুকে স্কুল থেকে ফেরার সময় অপহরণ করা হয়।

মোহাম্মদ হোছাইন সূর্য টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার সুলতান আহমেদের ছেলে।

সুলতান আহমেদ জানিয়েছেন, রবিবার স্কুলে গিয়ে আর ফিরেনি তার ছেলে। তাকে আত্মীয় স্বজনদের বাড়ি ও পরিচিত জনদের বাড়িতে সন্ধানকালে রাতে দূর্বৃত্তরা মোবাইলে ফোন করে জানিয়েছে তার ছেলেকে অপহরণ করা হয়েছে।

৩০ লাখ টাকা মুক্তিপণ না দিলে ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। বিষয়টি আইন শৃংখলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান তিনি।টেকনাফ থানার ওসি মো: আব্দুল হালিম বলেন, রবিবার রাতে জিডি করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেকনাফে গেল আট মাসে টেকনাফে ৭০ জন ব্যক্তি অপহরণের ঘটনা ঘটে।

যেখানে গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল, তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান অপহরণ হন।

(২৪ মে) টেকনাফ পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে গলিত মরদেহ ৩ টি উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখন পুলিশের রিমান্ডে রয়েছে।

এর মধ্যে গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ জনকে অপহরণ করা হয়। গত শনিবার রাতে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। অপর ৪ জনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছে অপহরণকারীরা।

কক্সবাজার,টেকনাফ,অপহরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত