পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব (৩৮) নামে এক বুদ্ধি প্রতিবন্দ্বীর যুবক মারা গেছে। রোববার রাত ১১টার দিকে সাটিয়াকোলা ২৪ নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব পাবনার শহরের রাধানগর মহল্লার মৃত মতিয়ার রহমানের ছেলে। জিআরপি থানার এস আই শফিক জানান, ছেলেটি বুদ্ধি প্রতিবন্দ্বীর ছিল।
সে বিভিন্ন জায়গা ঘুরাঘুরি করতো। রাত ১১টার দিকে সাঁথিয়ার সাটিয়াকোলা ২৪ নং ব্রিজের কাছে ঢালারচর এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।