শাহ আমানতে ফের ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের দন্ড জব্দ

প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনের মাথায় দরজার কবজার মাঝখানে স্বর্ণের দন্ড রেখে পাচারের সময় আরেকটি চালান জব্দ করা হয়েছে । সোমবার (৫ জুন) সকাল  সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে এ চালানটি জব্দ করে। বিমান বন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা আটকের বিষয়টি স্বীকার করেছেন।

বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছ থেকে যাত্রীবিহীন ১টি ব্যাগেজ হতে ২৪ ক্যারটের আনুমানিক ৭৩৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দন্ড আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।