পাবিপ্রবি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৯:৩০ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসুচি শেষ হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।পরে আনন্দ শোভাযাত্রা এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।
এছাড়াও বক্তব্য দেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, ও জীব ও ভ‚-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম।অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ২০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষকদের বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান, মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান এবং ডকুমেন্টারীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অতিথিসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্রেখ্য, ২০০৮ সালের ৫ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করে। এই দিনটিকে প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালন করা গয়।