সাঁথিয়ায় বজ্রনিরোধক তালের চারা রোপণ

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৮:২৬ | অনলাইন সংস্করণ

  সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাবনার সাঁথিয়ায় ১ কি.মি. ব্যাপী বজ্রনিরোধক হিসেবে তালের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক সড়কের দুপাশে ২০০টি করে মোট ৪০০টি তালের চারা রোপণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী জানান, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সাঁথিয়ার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক সড়কে রাস্তার দুপাশে ২০০টি করে মোট ৪০০টি তালের চারা রোপণ করা হয়েছে ।

বজ্রপাত প্রতিরোধে, মাটির ক্ষয়রোধে এবং পুষ্টির যোগানে রোপণকৃত তালগাছগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে।  

উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন বলেন, কৃষকের উন্নয়নে বর্তমান কৃষিবান্ধব সরকার নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ  উদ্যোগ গ্রহণ করে চলেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সোহেল রানা খোকন, নাগডেমড়া ইউপি চেয়ারম্যান মো: হাফিজুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগণ।