ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গোপালগঞ্জে বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত 

গোপালগঞ্জে বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প এই মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম.এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক ড. হারুন অর রশীদ।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ.এম খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মহসীন হাওলাদার, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, জান্নাতুল ফেরদৌস কথাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এই মাঠ দিবসে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

এর আগে কৃষক ও কৃষাণীরা গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের প্রদর্শনী প্লটে উৎপাদিত বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর ফিল্ড ভিজিট করেন।

মাঠ,দিবস,অনুষ্ঠিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত