ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশে তৎপরতায় ছাড়া পেল, অপহৃত স্কুল ছাত্র সূর্য্য

পুলিশে তৎপরতায় ছাড়া পেল, অপহৃত স্কুল ছাত্র সূর্য্য

কক্সবাজারের টেকনাফে স্কুলে থেকে বাড়ি ফেরার পথে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্য(৮)কে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে লেদা সড়কে তাকে পাওয়া যায়। সে হ্নীলা ইউপির ৮ নং ওয়ার্ডের দক্ষিণ লেদা গ্রামের সুলতান আহমদের ছেলে। রবিবার (৪ জুন) লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় সূর্য্য।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন পিতা সুলতান আহমদ। যার নং-২১৫/২৩।এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল হালিম।

তিনি বলেন, ভিকটিম শিশুর মা-বাবার ফোনে মুক্তিপন দাবি করে আসছিল অপহরণকারীচক্র। ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে পরিবারের সাথে যোগাযোগ করে। মুক্তিপণ দাবিতে ব্যবহৃত মোবাইল নাম্বার ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হয়।

ওসি জানান, ঘটনার পর গহিন পাহাড়সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। তাদের তৎপরতা ও সাড়াশি অভিযানের কারণে মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্যকে রেখে যায় অপহরণকারীরা। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উদ্ধারপূর্বক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার,অপহৃত,ডায়েরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত