সিরাজগঞ্জে হাঁসের খামারে ডাকাতিকালে গ্রেফতার ২

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌষার বাগান এলাকায় হাঁসের খামারে ডাকাতিকালে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কোবাতগাড়ী গ্রামের শাকিল হাসান (১৯) ও শাহজাদপুর উপজেলার চক হরিপুর গ্রামের আব্দুল আলীম (২০)। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত পৌষার এলাকায় মকুল হাসানের একটি হাঁসের খামার রয়েছে। দীর্ঘদিন ধরে এ হাঁসের প্রাকৃতিক খাদ্যর জন্য ওই বাগান এলাকায় খামারে হাঁসগুলো লালন পালন করছিলেন।

মঙ্গলবার গভীর রাতে ১০/১২ জনের একদল ডাকাত ওই খামারে ঘুমিয়ে থাকা ২ শ্রমিককে হাত- পা বেঁধে হাঁস গুলো পিক্যাপ ভ্যানে তোলার চেষ্টা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতেই দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিশেষ অভিযান চালিয়ে  ওই ২ জনকে গ্রেফতার  করলেও অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।