আশুলিয়ায় অর্ডার না থাকায় বন্ধ, রপ্তানীমুখী পোশাক কারখানা

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৯:৫৭ | অনলাইন সংস্করণ

  সাভার প্রতিনিধি

কাজের অর্ডার না থাকায় সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে গেলো আরও একটি রপ্তানীমুখী তৈরি পোশাক কারখানা। কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন সেখানে কর্মরত এক হাজারেরও বেশী শ্রমিক।

আসন্ন কোরবানির ঈদে আগে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা নতুন করে কোথায় কাজ পাবেন এনিয়ে চলছে অনিশ্চয়তা।

জসিম নামে এক শ্রমিক জানায়, আশুলিয়ার জিরাবো এলাকায় ডিজাইনটেক্স ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে তারা এক হাজারের বেশী নারী ও পুরুষ শ্রমিক কাজ করতেন।

কারখানাটিতে কাজের অর্ডার না থাকায় শ্রমিকদের চলতি মাসের বেতন পরিশোধ না করেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার গেইটে নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যান শ্রমিকরা।

নানা কারণে শত চেষ্টা করেও কাজের অর্ডার আনতে না পারায় কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। আবারও কোন সময় কাজের অর্ডার আসলে কারখানাটি খুলে দেওয়া হবে। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিষ্ঠানটির সামনে পুলিশ মোতায়েন করা হয়।