ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৬৯ কোটি ৩০ লাখ ২২হাজার ৫৯৭ টাকার বাজেট অনুমোদন

৬৯ কোটি ৩০ লাখ ২২হাজার ৫৯৭ টাকার বাজেট অনুমোদন

কুড়িগ্রামে জেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন ) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক এমপি) আলহাজ্ব মো: জাফর আলী।

সভায় কুড়িগ্রাম জেলা পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬৯ কোটি ৩০ লাখ ২২হাজার ৫শ ৯৭ টাকার বাজেট অনুমোদন করা হয়।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহয়ার্দী বাপ্পি, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, রৌমারী উপজেলা চেয়ারম্যান মো: ইমান আলী, জেলা পরিষদ সদস্য মো: জহির উদ্দিন, মো: হারুনুর রশীদ, মোঃ সোহেল সরকার ও মোঃ জামিউল।

এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী খোকন চৌধুরী, নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, জেলা পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম, একরামুল হক বুলবুল, এনামুল হক, মনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগম, আরমিন নাহার, সহকারী প্রকেীশলী মিজানুর রহমান প্রমুখ।

কুড়িগ্রাম জেলা পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬৯ কোটি ৩০ লাখ ২২হাজার ৫শ ৯৭ টাকার বাজেট উপস্থাপন করেন সহঃ হিসাব রক্ষক সিবলী সাদিক।

কুড়িগ্রাম,চেয়ারম্যন,মেয়র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত