ডা.আবু বকর ছিদ্দিক এর ৩য় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ২১:০১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের প্রবীণ চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিক কক্সবাজার শহরের পুরাতন পান বাজার সড়কের স্থায়ী বাসিন্দা ছিলেন।
প্রবীণ চিকিৎসক ডা.আবু বকর ছিদ্দিকের ৩য় মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন)। তিনি ১৯৩৭ সালে চকরিয়া উপজেলার কোনাখালী সিকদার বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তাঁর পিতা ছিলেন বিশিষ্ট জমিদার মরহুম ফজল আহমেদ সিকদার। তিনি একজন জেনারেল প্র্যাক্টিশনার ছিলেন।
কক্সবাজারের স্বাধীনতা-পরবর্তী সময়কার চিকিৎসকদের মধ্যে অন্যতম একজন চিকিৎসক ছিলেন । তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হতে ১৯৭৫ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
কক্সবাজারের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু বকর ছিদ্দিক পুরাতন পানবাজার রোডে অবস্থিত শপিং মল ‘এ আর সেন্টার’ এর স্বত্ত্বাধিকারী এবং তিনি দীর্ঘদিন যাবত পুরাতন পানবাজার রোডস্থ নিজ বাসায় চেম্বার করে কক্সবাজারের মানুষকে নিরন্তর চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
আগামীকাল কোনাখালী সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ও কক্সবাজার পানবাজার রোড় এ আর সেন্টার শপিংমল নিজ বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং কবর জেয়ারতের আয়োজন করা হবে।
প্রবীন চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিককে মহান আল্লাতায়লা জান্নাতুল ফেরদৌস দান করার জন্য সবার কাছে দোয়া কামনা করেন মরহুমের মেঝ ছেলে কক্সবাজার চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রী'র পরিচালক শিবলুল করিম।