ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাসর রাতের পরদিন স্বামীর আত্মহত্যা 

সিরাজগঞ্জে বাসর রাতের পরদিন স্বামীর আত্মহত্যা 

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি ঝাওপাড়া গ্রামে বাসর রাতের পরদিন স্বামী লক্ষণ দাস (২৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের শ্রী হারান দাসের ছেলে। এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই যুবক সোমবার সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে করে এবং তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী নববধূ নিয়ে মঙ্গলবার সকালে বাড়িতে আসে। ওইদিন রাতে বাসরঘরের পর বুধবার সকালে স্বামী নববধূকে ঘর থেকে বের হয়ে যেতে বলে অন্যকাজে। এ সুযোগে স্বামী লক্ষণ দাস বাসর ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে কয়েক বছর আগে তার বোন বিয়ের পরদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,যুবক,আত্মহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত