ফেনীতে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৬:১৭ | অনলাইন সংস্করণ
ফেনী প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ- উল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জোস্না আরা বেগম, ফেনী চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি আবুল কাশেম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব ও আবু তাহের, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধাণগণ, বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক শিক্ষক এবং বিভিন্ন মাধ্যমের গণমাধ্যমকর্মী।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক এবং সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম.আল- আমিন।
অনুষ্ঠানের শুরুতে স্মার্ট বাংলাদেশ এর রুপরেখা বিষয়ক “পাওয়ার পয়েন্ট” প্রেজেন্টেশন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম শিল্পবিপ্লব ১৭৮৪ সাল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, দ্বিতীয় শিল্পবিপ্লব ১৮৭০ সাল বিদ্যুতের আবিষ্কার ও তৃতীয় ১৯৬৯ সাল ইন্টারনেটের আবিষ্কার।
চতুর্থ শিল্পবিপ্লব আগের তিনটি শিল্পবিপ্লবকে ছাড়িয়ে যাবে। বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে ডিজিটালাইজেশন আমাদের কাজের সকল ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। চতুর্থ শিল্পবিপ্লবের ছোঁয়ায় পৃথিবী বদলে যাচ্ছে। অতিথিরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের জনগণ ডিজিটালাইজেশনের সুফল পাচ্ছেন। ভবিষ্যতে সকল কাজ অনলাইনভিত্তিক হবে।
আগামীর প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে সরকার দেশে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি উভয় খাতকেই সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।