সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পল্লীবিদ্যুৎ সমিতি -১ অফিস এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রকৌশলী সামছুল হকের (৬০) মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার চরশ্রীফলগাঁতী গ্রামের মৃত আবু কাঞ্চার ছেলে।
স্থানীয় ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত প্রকৌশলী প্রতিদিন ওই পুকুরে গোসল করতেন। বুধবার সন্ধার দিকে ওই পুকুরে গোসল করতে নামে এবং সাঁতার কাটানোর সময় মাঝ পুকুরে পানিতে ডুবে মারা যান তিনি।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃতুতে পৌর মেয়র এস এম নজরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।