ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ক্রেতা সেজে ফ্যানের বাজারে ভোক্তার অভিযান

মানিকগঞ্জে ক্রেতা সেজে ফ্যানের বাজারে ভোক্তার অভিযান

মানিকগঞ্জে ক্রেতা সেজে চার্জার ফ্যানের দোকানগুলোতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জড়িমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাসস্ট্যাণ্ডের নবীন মার্কেট ও শহীদ রফিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গত কয়েকদিনের গরমে ভোক্তা পর্যায়ে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। এ সুযোগে অনেক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করছেন। অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করায় বাসস্ট্যান্ড এলাকায় রাজ ইলেকট্রনিকসকে ১০ হাজার টাকা ও নিউ হিরা ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে নির্ধারিত মূল্যে ইলেকট্রনিক পণ্য বিক্রয় করতে নির্দেশনা দেওয়া হয়েছে । এ সময় সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো:আব্দুল হান্নান, ক্যাবের সাধারন সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ ও আনসার ব্যটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা,অধিদপ্তর,পরিচালক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত