সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৯:১৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধরইল গ্রাম থেকে মাসুদ রানার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত আব্দুল মান্নানের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্প্রতিবার সকালে ওই যুবক নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে।
দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার পারিবারিক সূত্রে বলা হয়েছে, মাসুদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। এ কারণে সে আতœহত্যা করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।