ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার জেলা কমিটি বাতিল

কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার জেলা কমিটি বাতিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলার শাখার সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা লংঘন ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যালাপে জড়িত থাকায় সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে বহিষ্কার করা হয়।

একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন না হওয়ায় জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

প্রসঙ্গত, ১২ জুনের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন মাসেদুল হক রাশেদ। যদি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাশেদের ছোট্ট ভাই কক্সবাজার সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। তিনি ছাত্রলীগের সাবেক দায়িত্বশীল নেতা এবং দীর্ঘদিনের জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সর্বশেষ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্ত হন। তাকেও বহিষ্কার করা হয়েছে। তাদের বোন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তাহমিনা চৌধুরী লুনা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

এক ভাই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। ওই সময় তিনি বহিষ্কার হন। মেঝ ভাই শাহিদুল ইসলাম সোহেল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সর্বশেষ বহিষ্কার করা হল।

বাংলাদেশ,সংগঠন,দায়িত্বশীল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত